১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সিদ্ধান্তসহ ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. নজিবুর রহমান – এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে নিম্নলিখিত শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
* এই সভা ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. নজিবুর রহমান – এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
* এই সভা ডা. নজিবুর রহমান – এর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছে।
* এই সভা ডা. নজিবুর রহমান – এর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
Executive Council Meeting on January 14, 2020
An executive council meeting of BSMMU Pathology Department Alumni Association to be presided by Prof. Kamrul Hasan Khan will be held on January 14, 2020 at 12 noon in the Department of Pathology. All the executive committee members are requested to attend.